রাতের আকাশে রয়েছে ভেসে, জ্যোৎস্না মাখা চাঁদ ,,,
শীতল বাতাসে তারা ভাসে, আলোতে আলোকপাত ...
জোনাকিরা সব করিতেছে রব, ঝিঁঝিঁ ডাকে ঝোপঝাড়ে ,,,
নিস্তব্ধতা সাথে নীরবতা, রয়েছে আলো আর আঁধারে ....
পড়ে যায় ডাক শেয়ালের হাঁক, রজনীতে থেকে থেকে ,,
সবুজ ঘাসে শিশির ভাসে, নদী স্রোত এঁকেবেকে ...
রাত্রি নিঝুম ঘুমোনোর ধুম, নিশীথ রজনীতে জাগা ,,,
চন্দ্র তারা আকাশ ভরা, আঁধার আলোতে আঁকা ..
রাত্রি বাড়ে শিশির ঝড়ে, কান্না হয়ে ঘাসের বুকে ,,,
হৃদয়ের কান্না কেউ দেখে না, দুঃখ কিংবা সুখে ....
নীরব রাতে রয়েছে সাথে, ঘুমের দেশের স্বজনী ,,
শুভ কামনায় সকলকে জানায় ঘুমের সাথী রজনী ...
রচনাকাল : ১০/৬/২০১৯
© কিশলয় এবং সুজন কুমার রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।