*** কবিগুরু কবি শ্রেষ্ঠ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে ছোট্ট উপহার ***
_______________________________
লক্ষ কোটি মানুষ তোমায়, খুজিছে সকাল সাঁঝে ,,,
আমি বলি জেগে আছো তুমি, কাব্য গীতির মাঝে ...
চলে এলো আজ এই শুভদিন, পড়িল খুশীর ডাক ,,,
আজিকে তোমার শুভ জন্মদিন, খুশীর ২৫শে বৈশাখ ...
তোমার স্মরনে করিয়াছে মানুষ, কত কাব্য গীতি ,,,
তোমার তরে আজিকে দেখি, কত প্রেম আর প্রীতি ...
জেগে আছো তুমি সবার মনে, কাব্য গীতির দ্বারা ,,,
চারিদিকে আজ তোমার স্মরনে, পড়িল নতুন সাড়া ...
হে কবি শ্রেষ্ঠ কবি গুরু, আজ তোমার চরন ধরি ,,,
জন্মদিনে তোমার তরে, আজ প্রণাম নিবেদন করি ...
তুমি হে কবি কাব্যের সূচক, মৃদু তোমার রচনা ,,,
তোমার সহাস্যে কৃপা নিয়ে, করেছি কিছু সূচনা ...
তুমি মোর গুরু প্রণাম তোমার, শুদ্ধ দুখানি চরনে ,,,
তোমার আশিসে লিখিয়া চলিব, জীবন কিংবা মরনে ...
জন্মদিনে তোমার তরে, ছোট্ট আমার উপহার ,,,
পায়ে দিও ঠাঁই তোমার মতই, সব করি যেন পরিহার ...
লিখেছ কাব্য করেছ গীতি, গড়েছ প্রেমের নীড় ,,,
চরনে তোমার রেখেছি আমার, চির উদ্ধত নত শির ...
রচনাকাল : ৭/৫/২০১৯
© কিশলয় এবং সুজন কুমার রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।