এই তো আবার
কাছে এলে
সবার প্রিয়
বীরভূমের ছেলে
অনেক কষ্ট
কাগজ কালি নষ্ট
শৈশবে সেইসব
কখনো বা হিজিবিজি
কখনো স্পষ্ট
অনেক সাধ্যসাধনার পর
তুমি বিশ্বকবি হোলে
সেই তো প্রথম
কবিতার শুরু
জল পড়ে
পাতা নড়ে
নাছিলো পড়াশোনায়
কোনদিন ঝোঁক
জমিদারপুত্র
নেই রোকটোক
মহর্ষি দেবেন্দ্রপুত্র
কবিতা তোমার
রহস্যের সূত্র
তুমি মহাঋষি
তোমার ঝুলিতে ভরা
কাব্য রাশি রাশি
ভাবো নাই আগুপিছু
ঝোলায় কাগজ কলম কিছু
স্কন্ধে ঝুলিয়ে ঝোলা
রইলো ঝোলা
চললো ভোলা
আকাশে ঘন মেঘ
করে খেলা
সারাটা দিন
কলম ঠ্যালা
গঙ্গার তীরে
পানসে তরী যত
ভিরছে ভীড়ে
নীপবৃক্ষে পক্ষীকুল
বোসছে এসে
স্বপ্নের নীড়ে
কন্ঠ উদাত্ত
কবিত্বে মত্ত
মনীষের মানসে
তুমি চির সত্য
তোমার নামে কলম ধরা
ধরাকে সরা জ্ঞান করা
হে মহান ত্রুটি মার্জনীয়
বিদ্যার সাগর তুমি
বিদ্যালয়ের জ্ঞান অর্জন
তোমার নাছিলো প্রয়োজন
তুমি কবি তুমি গুরু
রবি ইন্দ্র নাথ
তুমি ঠাকুর মায়ামুকুর
তুমিই জগৎনাথ
নীলনভ ঘনে
ঘননীল গগণে
দেখি তব প্রতিচ্ছবি
কবিসূর্য্য তুমি বিশ্বকবি
পচিশে বৈশাখ
কারো হাতে বই
কেহ লয়ে শাখ
ঐ শোন ডমরু গুরু গুরু
সারা বিশ্বে তোমার
পূজো হোলো শুরু
দিয়ে ধূপধূনো
তুমি যে কবিগুরু
মানবজাতি দিচ্ছে হুঙ্কার
তুমি নাকি ওদের অহংকার
বিশ্বের দরবারে
পতিত বাঙালিকে
টেনে তুলেছিলে তুমি
শুভ জন্মদিনে
গুরুদেব তোমার
চরণ যুগল চুমি
রচনাকাল : ৭/৫/২০১৯
© কিশলয় এবং সুশোভন গাঙ্গুলী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।