রবীন্দ্র জয়ন্তী
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : সুশোভন গাঙ্গুলী
দেশ : India , শহর : Tezpur

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , জানুয়ারী
প্রকাশিত ৩১ টি লেখনী ২৯ টি দেশ ব্যাপী ১৪১২৭ জন পড়েছেন।
SUSHOVAN GANGULY
এই তো আবার
কাছে এলে
সবার প্রিয়
বীরভূমের ছেলে
 অনেক কষ্ট
কাগজ কালি নষ্ট
শৈশবে সেইসব
কখনো বা হিজিবিজি
কখনো স্পষ্ট
অনেক সাধ্যসাধনার পর
তুমি বিশ্বকবি হোলে
সেই তো প্রথম
কবিতার শুরু
জল পড়ে
পাতা নড়ে
নাছিলো পড়াশোনায়
কোনদিন ঝোঁক
জমিদারপুত্র
নেই রোকটোক
মহর্ষি দেবেন্দ্রপুত্র
কবিতা তোমার
রহস্যের সূত্র
তুমি মহাঋষি
তোমার ঝুলিতে ভরা
কাব্য রাশি রাশি
ভাবো নাই আগুপিছু
ঝোলায় কাগজ কলম কিছু
স্কন্ধে ঝুলিয়ে ঝোলা
রইলো ঝোলা
চললো ভোলা
আকাশে ঘন মেঘ
করে খেলা
সারাটা দিন
কলম ঠ্যালা
গঙ্গার তীরে
পানসে তরী যত
ভিরছে ভীড়ে
নীপবৃক্ষে পক্ষীকুল
বোসছে এসে
স্বপ্নের নীড়ে
কন্ঠ উদাত্ত
কবিত্বে মত্ত
মনীষের মানসে
তুমি চির সত্য
তোমার নামে কলম ধরা
ধরাকে সরা জ্ঞান করা
হে মহান ত্রুটি মার্জনীয়
বিদ্যার সাগর তুমি
বিদ্যালয়ের জ্ঞান অর্জন
তোমার নাছিলো প্রয়োজন
তুমি কবি তুমি গুরু
রবি ইন্দ্র নাথ
তুমি ঠাকুর মায়ামুকুর
তুমিই জগৎনাথ
নীলনভ ঘনে
ঘননীল গগণে
দেখি তব প্রতিচ্ছবি
কবিসূর্য্য তুমি বিশ্বকবি
পচিশে বৈশাখ
কারো হাতে বই
কেহ লয়ে শাখ
ঐ শোন ডমরু গুরু গুরু
সারা বিশ্বে তোমার
পূজো হোলো শুরু
দিয়ে ধূপধূনো
তুমি যে কবিগুরু
মানবজাতি দিচ্ছে হুঙ্কার
তুমি নাকি ওদের অহংকার
বিশ্বের দরবারে
পতিত বাঙালিকে
টেনে তুলেছিলে তুমি
শুভ জন্মদিনে 
গুরুদেব তোমার
চরণ যুগল চুমি
রচনাকাল : ৭/৫/২০১৯
© কিশলয় এবং সুশোভন গাঙ্গুলী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 2  China : 14  Europe : 1  France : 1  Germany : 2  Hungary : 1  India : 82  Ireland : 3  Nepal : 1  
Norway : 1  Russian Federat : 10  Saudi Arabia : 8  Ukraine : 2  United Kingdom : 2  United States : 135  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 2  China : 14  Europe : 1  
France : 1  Germany : 2  Hungary : 1  India : 82  
Ireland : 3  Nepal : 1  Norway : 1  Russian Federat : 10  
Saudi Arabia : 8  Ukraine : 2  United Kingdom : 2  United States : 135  
© কিশলয় এবং সুশোভন গাঙ্গুলী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
রবীন্দ্র জয়ন্তী by SUSHOVAN GANGULY is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১০৬২৮০৭১
  • প্রকাশিত অন্যান্য লেখনী