চৈত্র ক্ষরায় শুকানো নদী, ঋতু বর্ষায় ভরো ভরো ,,,
গ্রীষ্মকালে সূর্যের তাপ, আষাঢ় শ্রাবণে ঝরো ঝরো ...
ভেঙে যাওয়া নদীর বুকে, সুখের স্বপ্ন বাধা মিছে ,,,
সত্যি ছেড়ে শুধুই মানুষ, ছুটিছে ছায়ার পিছে ...
আধার ঢাকা সূর্য যেমন, পায় না আলো দিতে ,,,
সত্যি বলতে মানুষ সবই, পারে শুধুই নিতে ...
নদীর ছোট্ট চরের বুকে, আধেক স্বপ্ন বাধে বাসা ,,
বুঝলে না তো খরস্রোতা নদী, বড় যে সর্বনাশা ,,,
বর্ষা ঋতুর শ্রাবণে বিভোর, ফাল্গুন বসন্তে মরা ,,,
উজানভাটির সাথে বড় ছুটাছুটি, নদীর ভাঙ্গাগড়া ...
রচনাকাল : ১৮/৪/২০১৯
© কিশলয় এবং সুজন কুমার রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।