একটি বছর চলে গেলো, বাজিয়ে ঢোল ঢাক ,,,
বরন করে নিও সবাই, আজ পহেলা বৈশাখ ...
নতুন সাজে নতুন বেসে, এলো যে নতুন দিন ,,,
সুখে থেকো ভালো থেকো, আজ আনন্দ উদাসীন ...
বসন্তের আজ বিদায় ক্ষণে, শুধু বলে যেতে চাই ,,,
এসো বয়ে যাওয়া বিদায়ী ব্যথা, আনন্দে হারাই ...
হারিয়ে গেছে কত চেনা মুখ, বৈশাখী এই বেলা ,,,
বুঝতো যদি খুজতো তবে, বসতো বৈশাখী মেলা ...
বৈশাখ মানেই দারুণ ক্ষরা, কভু কালবৈশাখী ঝর ,,,
বৈশাখেতে কেউ আপনা, কেউ হয়ে যায় পর ...
সকল দুঃখ ব্যথা ভুলে, সবার হাসিমুখ চাই ,,,
নতুন দিনে নতুন সনের, আজ শুভেচ্ছা জানাই ...
চোখ খুলে আজ চেয়ে দেখো, একটু রাখো নজর ,,,
চলে এলো সেই শুভদিন, আজ এলো নতুন বছর ...
রচনাকাল : ১৪/৪/২০১৯
© কিশলয় এবং সুজন কুমার রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।