যাচ্ছি বলে চলে গেলে, থাকে শুধু স্মৃতি ,,,
মনের বাঁকে জমে থাকে, কিছু কাব্য গীতি ...
মুক্ত গগন মধুর লগন, প্রতি পদে যায় বদলে ,,,
ফুলের বাগান প্রকৃতির দান, পড়ে থাকে পথ তলে ...
সজ্জিত ঘর হয়ে যায় পর, পরে থাকে সব ফাঁকা ,,,
দূর অজানায় চলে যেতে হয়, সবকিছু রেখে একা ...
ছোট্ট জীবন কেন যে এমন, বদলে ঋতুর মত ...
সাজানো বনে ভরানো মনে, প্রকৃতি পায় ক্ষত ...
ফুটে রবে ফুল গন্ধে আকুল, গোলাপ গাঁদা ববিতা ,,,
স্মৃতি দিয়ে ঘেরা বেদনায় ভরা, সবি শেষের কবিতা ...
রচনাকাল : ১২/৪/২০১৯
© কিশলয় এবং সুজন কুমার রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।