আবার আসিবে বসন্ত, প্রকৃতি ফুলে ফুলে ভরে ,,,
কোকিলের গান পাখির কলতান, সাজিয়ে সুন্দর করে ...
আমি ঘরের দাওয়ায় বসে, ভাবছি মনে মনে ,,,
আসিলো না মোর প্রাণ স্বজন, সজ্জিত ফুলবনে ...
কপোত কপোতী ডাকছে বসে, সজ্জিত ফুল ভালে ,,,
বসে ছিলাম একা আমি, সেই গাছের ছায়াতলে ...
আসিল না মোর প্রাণের স্বজন, দুঃখ জাগে মনে ,,,
একা একা বসে নয়ন বারী ঝরে, বসন্ত কাননে ...
নীল অঞ্জন লাগি মোর, তব সে নীল তনু বাহি ,,,
আঁখিতে আজ পরিলাম সাজ, বসন্ত বিদায় চাহি ...
বসন্ত বাহার আসিবে আবার, দীর্ঘ ১টি বছর পরে ,,,
ঝরে যাওয়া ফুল গন্ধে আকুল, বাতাস উঠলো ভরে ...
বলিবো কি আর নয়নে ভার, বর্ণনা যে অশান্ত ,,,
আসিবে আবার ফুলের বাহার, আজ বিদায়ী বসন্ত ...
রচনাকাল : ৮/৪/২০১৯
© কিশলয় এবং সুজন কুমার রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।