নজরুল নন্দন
কাজী অনিরুদ্ধ
দীর্ঘকায় চেহারা
সলিলবৎ শুদ্ধ
চেহারা দোহারা
সুপুরুষ ব্যক্তি
কবি উনি বিখ্যাত
কবিতাই শক্তি
দীর্ঘদিনের কথা
কথা তার স্মরণে
মনে লাগে ব্যথা
ব্যথিত স্মৃতি
স্মৃতিকণা স্মৃতিচারণা
পিতা নজরুল
নজরুলের কবিতা
তার শক্তি
পিতার প্রতি ভক্তি
মনে আনে প্রেরণা
মন্তব্য মোর সনে
খুব খুশি মনে মনে
মোর পাশে পাশাপাশি
কোলকাতায় বেকবাগানে
বেকবাগানে রেস্তোরাঁয়
পরনে পাঞ্জাবী
পাঞ্জাবী পায়জামা
শরীরে শোভা পায়
শান্তিনিকেতনি ঝোলা
ঝুলিয়ে কাধে
কবিতা আউরে
আবৃত্তি মনে মনে
মনে মনে একমনে
বিদায়ী সম্ভাষণে
খাওয়া সেরে
আসন ছেড়ে
নজরুল নন্দন
কাজী অনিরূদ্ধ
প্রস্থান করিলেন
সকলের অজান্তে
অজানার পানে।।
রচনাকাল : ৩/৪/২০১৯
© কিশলয় এবং সুশোভন গাঙ্গুলী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।