রূপের টানে গুন অবসানে, আজ বসন্তের এই ক্ষণ ,,,
রূপসজ্জা শুধু নাইবা থাক মধু, তবুও কেড়েছে মন ...
রঙের বাহারে রামধনু গড়ে, মুখরিত সবার প্রাণ ,,,
প্রকৃতির তরে রূপ মোহে ভরে, এসেছে বসন্তের টান ...
ফাগুন হাওয়া প্রকৃতির পাওয়া, মাতাল করেছে আজ ,,,
নাই থাক গুন রূপের আগুন, তবুও নেই কোন লাজ ...
পায় না খুজে চুলেতে গুজে, কিংবা হাতের শোভা ,,,
গাছের গোড়ায় জীবন হারায়, কিংবা পুকুর ডোবা ...
প্রকৃতির তরে জন্ম বিভোরে, এসেছে মানুষের পাশে ,,,
মানুষেরা আজ দেখে তার সাজ, বুক ভরে শুধু হাসে ...
শুধু কি গোলাপ একা নিষ্পাপ, পলাশ কিংবা বকুল ,,,
ছিল কি পাপ কিবা অনুতাপ, শিমুলও তো এক ফুল ...
সবার স্থান কেড়ে নেয় প্রাণ, কারও ফুলদানি জুটে ,,,
অভাগা প্রকৃতি এ কেমন নীতি, কেন এই ফুল ফুটে ...
বসন্তের ছবি বসে বসে ভাবি, একা নীরবে কিছুক্ষণ ,,,
সুগন্ধ ছাড়া সৌন্দর্যে ভরা, শিমুলের লাল বন ,,,
রচনাকাল : ২৭/৩/২০১৯
© কিশলয় এবং সুজন কুমার রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।