আঁধখানি ওই চাঁদ উঠেছে, নীল আকাশের বুকে ,
ঝড়াচ্ছে ওই চাঁদের আলো, পূ্র্ণিমার সুখে ...
পড়ছে আলো চারিদিকে, জোস্না মাখা চাঁদ ,
খেলবো হোলি নাচবো সবে, হলেই সুপ্রভাত ...
পূর্ণিমাতে ভরিয়ে আছে, নীল দরিয়ার জল ,
"তাহার বুকে চাঁদের আলো, করছে টলমল ...
খেলবে হোলি ছড়াবে রং, খুশীর জোয়ার মনে ,,,
কেটে যাবে সকল আঁধার, এই চাঁদের দর্শনে ...
একটুখানি মেঘ জমেছে, চাঁদের আশেপাশে ,,,
পূর্ণিমাতে নীল আকাশে, চাঁদের খেয়া ভাসে ...
এলো হোলি দোলযাত্রা, আজ খুশী মনে তাই ,
এসো সবাই রং মেখে আজ, দোল খেলতে যাই ...
ডাক পড়েছে চলো সবাই, একসাথে পথ চলি ,
আনন্দ আর হাসি-গানে, খেলবো মোরা হোলি ...
রামধনুর ওই সাতটি রঙ্গে, প্রকৃতি উঠবে সেজে ,
ভয়ে কেউবা মুখ লুকাবে, কেউবা আবার লাজে ...
রচনাকাল : ২০/৩/২০১৯
© কিশলয় এবং সুজন কুমার রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।