ফুটেছে ফুল গন্ধে আকুল, অপরূপ তুমি প্রকৃতি ,
বইছে বাতাস দিয়ে যায় শ্বাস, বর্ণনার নেই ইতি ...
ফুলে ফুলে হায় গাছের শাখায়, উঠেছে নতুন পাতা ,
এই রূপ দেখে অঙ্গে মেখে, রৌদ্রে ধরিছে ছাতা ...
মুকুলিত বন আম্র কানন, গন্ধে আকুল করে ,
মৌমাছি উড়ে ফুলে ঘুরে ফিরে, মধু আহরন করে ...
কোকিল ডাকে পাতার ফাঁকে, প্রকৃতি সজ্জিত বনে ,
দেখিয়া রূপ গন্ধের ধুপ, আকুলতা আসে মনে ...
চৈত্র ক্ষরা রৌদ্র কড়া, এই বসন্ত ঋতুর ভেলা ,
ফুল ও ফলে কাঁদা মাটি জলে, চলছে রঙীন খেলা ...
ফুলের টানে পাখির গানে, ভরেছে সবি আজ ,
খুলে দেখি আঁখি কালবৈশাখী, কখনও ভাঙে বাজ ...
ডাকছে পাখি খুলে আঁখি, ওই বৃক্ষরাজি বনে ,
ভরে ওঠে প্রাণ মৌ মৌ ঘ্রাণ, আকুলতা বাড়ে প্রাণে ...
শোনা যায় হাঁক্ কোকিলের ডাক, বসন্তের মৌ বনে ,
ভেসে আসে সুর কন্ঠে সুমধুর, পাখিদের কলতানে ...
প্রকৃতির রূপে গন্ধ ভরা ধুপে, মোহিত আকুল মন ,
অপরূপ সাজে বসন্ত তুমি, আজি দিলে দর্শন ...
রচনাকাল : ১০/৩/২০১৯
© কিশলয় এবং সুজন কুমার রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।