প্রচুর অর্থ ধন ও সম্পদ, না থেকেও সে খুশী ,
সবার মুখের হাসির স্রোতে, ফোটায় মুখে হাসি ...
সবার কথা ভাবে সদা, সে সকলের সাথে মিশে ,
সবার মুখের খাদ্য যোগায়, রক্ত ও ঘামে ভেসে ...
একটিবারও রাগ করে না, শুধু ভাবনা ফসল নিয়ে ,
ফসল ছাড়া সবার ক্ষুধা, বল মিটাবে কি দিয়ে ...
উপেক্ষা করে বৃষ্টি বাদল, মাঠপানে সদা ছুটে ,
অঙ্কুরিত বীজ বপন করে, ফসল ফলায় ও কাটে ...
গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, ঋতু বদলানোর তালে ,
শীত, বসন্ত ছয় ঋতুতেই, তাল মিলিয়ে চলে ...
ধান, গম, পাট, শস্যকণা, ফলছে তাহার চাষে ,
খাদ্য, বস্ত্র সবকিছু মোদের, যেখান থেকে আসে ...
নিজের কথা ভাবে না সে, তার নিত্য খাবার বাসী ,
বলতে গেলে হেসে বলে, আমি তো বাংলার চাষী ...
রচনাকাল : ৮/২/২০১৯
© কিশলয় এবং সুজন কুমার রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।