বিবাহ !!!
আনুমানিক পঠন সময় : ২ মিনিট

কবি : কাজরিকা কর্মকার
দেশ : India , শহর : Kolkata

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১২ , ফেব্রুয়ারী
প্রকাশিত ২ টি লেখনী ২৩ টি দেশ ব্যাপী ৪০২৬ জন পড়েছেন।
সাত ভরি সোনা , সাথে
ঝুমকো সীতাহার মানতাসা ,
দ্রব্যসামগ্রী চাই ঢের ;
তত্ত্বের উপহারও হতে হবে খাসা ।
আপ্যায়নে ত্রুটি রাখবেন না যেন..
লোকজনের মোদের মান টা বড়ই উঁচু ;
রসগোল্লাও রাখবেন এক কুড়ি মাথা পিছু ।

ছেলে আমাদের হীরের টুকরো ।
বাইক, আংটি বোতাম আর সোনার চেন ;
টিভি  ফ্রিজ , পালঙ্ক বালিশ আর যা যা লাগে ..
লিস্টি টা কি এখনই করে নেবেন ?

কই ! মেয়েকে ডাকুন এবার
দেখে নিই , খুঁত আছে কিনা আবার !
মেয়ের বাপের মতলব যে..
বলা কি যায় ! হয়তো কানা - খোঁড়াই চালান করে ।
একি ! না না ! এত কি খাওয়া যায় !!
তবে , তাই বলে শুধু সিঙাড়া পান্তুয়া কেউ দেয় !!!
তাও যদি পাতে থাকত চার-পাঁচ কড়াপাক ;
বোঝা যেত, আপনাদের ময়ড়ার হাঁক-ডাক ।
এই এতক্ষণে ! এসেছে তাই
চলে দেখাও তো মা , হেঁটে দু-চার পা-ই ।
আচ্ছা - গান পারো ? গাও তো দেখি..
ঘরকন্না পারো কিছু ? উত্তর দাও , একি !!
বোবা কালা নয় তো আবার !
বলি, কিছু শুনতে পাচ্ছ মা ??
বলো, ক'আঙ্গুল সামনে ..
ঘাড় নাড়ল বটে, তয় কথা তো কইছে না ।
গাত্র বর্ণ ঠিকই আছে, তবে ফরসা ঘ্যাসা ভালো ,
সেই কমতি নাহয় আর পাঁচ ভরি পূরণ করবে চলো ।
বর-যাত্রী, সে দু'শ হবে, পারবেন ?
তবে ওটুকু না করলে, 'গলার কাঁটা '
আর কোন উপায়ে নামাবেন !
ধিঙ্গী তো হ'লো বলি , সমুত্থ বহুদিন ।
শুধাই, মুক্ত হননি কেন হতে পিতৃঋণ !
হলো তবে পাকা কথা,
আসছে আশ্বিনের এগারো ।
উদ্ধার করলাম আপনারে
ঋণী আপনি আমারো ।

একাদশী আশ্বিন, মন্ডপ সজ্জিত ।
কনে বেনারসী লাল চেলিতে ;
স্বর্ণ চমক ও লালিমায় অলঙ্কৃত ।
চিকচিকিয়ে ওঠা চোখের জল
করে গোপন পরিহাস ;
এ যে অতি লাজুক , বড়ই মিতভাষ ।
ফুলে গন্ধে স্নিগ্ধ পরিবেশ..
কেবল বাপ ই বঞ্চিত ;
পাত্র পক্ষ বড়ই নির্দয় , ভুলের 
ক্ষমা নেই । করবে তিরস্কৃত ।
লগ্ন ৮ টা, সন্ধ্যা হয় হয়
ব্যবস্থা এখনও বাকি
বাইকের হাজার দশেক এখনও বাড়ন্ত
সর্বনাশ হয়, আরকি !
বরযাত্রী এলো বলে
গাড়ি বেড়িয়েছে অনেকক্ষণ ।
তুলকালাম হবে , হায় !
বিয়ে যদি ভাঙে , ব্যবস্থা
হতে হবে অনুক্ষণ ।

বরযাত্রী এলো , পদে পদে খোঁটা
এটা ভালো নয় , তো ওটার রঙ চটা ।
ছ্যাঃ ! এ আবার বেনারসী নাকি !
যতসব  জালি , দিয়েছে ফাঁকি ।
বাইকের ষাট হাজার কবে যাবে পাওয়া !
এতো মাত্র পঞ্চাশ , বাকিটা কি হাওয়া ?
মেয়ের বাপ, নতমস্তক তার ;
গলার গামছা ভরসা যদিও, নেই তবু নিস্তার ।
বরপক্ষ বেঁকে বসেছে, বিয়েতে বসতে পাবে না পাত্র
নিজের ইচ্ছেয় হয় না কিছুই
বাপের হোটেলে খাওয়া নাইন ফেল ছাত্র ।


বরপক্ষ নিল বিদায় ; কন্যাপক্ষে শোক
লগ্নভ্রষ্টা মেয়ে যে তাদের , অশ্রুসজল চোখ ।
বিবাহ নাম তার….এক কড়ি স্বপ্ন
লোভ আর লালসায় ,
অবশেষ শুধু পণ আর পণ্য ।।

-কাজরিকা
রচনাকাল : ১০/২/২০১২
© কিশলয় এবং কাজরিকা কর্মকার কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Anonymous Proxy : 12  Argentina : 12  Bangladesh : 12  Canada : 15  China : 69  France : 1  Germany : 15  Iceland : 12  India : 383  Ireland : 16  
Israel : 12  Japan : 12  Mongolia : 1  Netherlands : 12  Norway : 12  Russian Federat : 7  Russian Federation : 20  Saudi Arabia : 7  Sweden : 12  Ukraine : 69  
United Kingdom : 15  United States : 1560  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Anonymous Proxy : 12  Argentina : 12  Bangladesh : 12  Canada : 15  
China : 69  France : 1  Germany : 15  Iceland : 12  
India : 383  Ireland : 16  Israel : 12  Japan : 12  
Mongolia : 1  Netherlands : 12  Norway : 12  Russian Federat : 7  
Russian Federation : 20  Saudi Arabia : 7  Sweden : 12  Ukraine : 69  
United Kingdom : 15  United States : 1560  
© কিশলয় এবং কাজরিকা কর্মকার কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
বিবাহ !!! by kajarika karmakar is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১০৫০৬৯৭৭